দালাল থেকে সাইবার ক্রাইমের ‘বাদশা’ তিনি

আটক নবীন
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৯ | ০৭:৫২ | আপডেট: ১৭ অক্টোবর ২০১৯ | ০৮:৩০
করতেন দালালি, পরে হয়ে গেছেন সাইবার অপরাধ জগতের অন্যতম হোতা। লেখাপড়া মাত্র অস্টম শ্রেণি পর্যন্ত হলেও দক্ষতার কারণে হয়ে গেলেন সাইবার অপরাধ জগতের বাদশা।
বলছি হবিগঞ্জের বাহুবল উপজেলার মামদ নগর (তিতারকোনা) গ্রামের মৃত ইজাজুর রহমানের ছেলে নবীনের কথা। তিনি র্যাবের ডিএডি থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহীনির উর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গড়ে তোলেন অপরাধের সম্রাজ্য। অবশেষে বেশ কিছুদিনের প্রাণপ্রণ চেষ্ঠার পর নবীন র্যাবের জালে বন্দি হয়েছেন।
বুধবার রাতে উপজেলার আব্দুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তাকে আটকের পর র্যাবের জিজ্ঞাসাবাদেও বেরিয়ে এসেছে চঞ্চল্যকর সব তথ্য।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯ এএসপি মো. আনোয়ার হোসেন শামীম জানান, ফেসবুক আইডি হ্যাক, ভিডিও ও ছবি জালিয়াতি, র্যাব কর্মকর্তা সেজে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা আদায়, পর্নোগ্রাফি ও রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির চরিত্রহননের মাধ্যমে অকল্পনীয় সব উপায়ে সাইবার অপরাধ করতেন নবীন। তিনি অসংখ্য ভুক্তভোগী মানুষের লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার পর অবশেষে র্যাবের জালে আটকা পড়লেন। পেশাদার সাইবার অপরাধী ও অনলাইন ভিত্তিক প্রতারক চক্রের হোতা মাহফুজুর রহমান নবিন (২৮)।
এএসপি আরো জানান, টার্গেট করার ক্ষেত্রে নারীদেরকেই নবীন সাধারণত বেশি প্রাধান্য দিতেন। ফেসবুক আইডি হ্যাক করার পর প্রথমে তিনি আইডির মালিককে মানসিক চাপ দেওয়ার উদ্দেশ্যে আইডিতে থাকা একান্ত ব্যক্তিগত ছবি, ভিডিও, ডকুমেন্টস বিভিন্ন জনকে পাঠিয়ে দিতে থাকেন। তারপর ধারাহিকভাবে হ্যাককৃত আইডি ব্যবহার করে বিভিন্ন কৌশলে বিপুল পরিমাণ অর্থ উপার্জন, সম্ভাব্য সকল উপায়ে আইডির মালিকের সম্মান বিনষ্ট করা এবং সবশেষে এই আইডিগুলো ব্যবহার করে বিভিন্নমুখী, বিচিত্র প্রতারণার জাল বিস্তার করতেন।
র্যাবের হাতে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার উদ্ভাবনী সব প্রতারণার কৌশল এবং ভয়ঙ্কর অপরাধ প্রবণতার কথা জেনে র্যাব কর্মকর্তারাও হতবাক হয়ে যান। এ পর্যন্ত র্যাবের কর্মকর্তা, টেলিভিশন উপস্থাপিকাসহ অসংখ্য গুরুত্বপূর্ণ ব্যক্তির ফেসবুক আইডি হ্যাক এবং একই নাম ও ছবি ব্যবহার করে আইডি বানিয়ে তাদের ব্যক্তি ইমেজ ব্যবহার করে অভিনব সব উপায়ে সাইবার অপরাধে লিপ্ত থাকতেন আটক নবিন।
এএসপি মো. আনোয়ার হোসেন শামীম জানান, আটক নবিনকে হবিগঞ্জের বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অন্যের ফেসবুক আইডি হ্যাক করে ব্যবহার, হ্যাক চেষ্টা, আইডি ডিজেবল করে দেওয়ার মাধ্যমে অপরাধ সংঘটিত করা, ডিজিটাল মাধ্যম ব্যবহার করে প্রতারণামূলকভাবে অর্থ উপার্জন, অনলাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্য মন্ত্রী ও বিদেশি সরকার প্রধান সম্পর্কে নোংরা, কুরুচিপূর্ণ ও মিথ্যা মন্তব্য করা, অশ্লীল ছবি, ব্ল্যাকমেইলিং, মোবাইল ও অনলাইনে পর্নোগ্রাফিক কন্টেন্ট বহন, স্থানান্তর ও ছড়িয়ে দেওয়াসহ সাইবার অপরাধ সম্পর্কিত অন্যান্য অভিযোগ আনা হয়েছে।
- বিষয় :
- হবিগঞ্জ
- সাইবার ক্রাইম