ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

বেতন বৃদ্ধির দাবিতে আত্মহত্যার হুমকি

বেতন বৃদ্ধির দাবিতে আত্মহত্যার হুমকি

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২২ | ০৮:৫৪ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২২ | ০৮:৫৪

বেতন বাড়ানোর দাবিতে অফিসের মধ্যেই আত্মহত্যার হুমকি দিয়েছেন ঝিনাইদহ-কালীগঞ্জ নলডাঙ্গা পোস্ট অফিসের নৈশপ্রহরী ফরিদ উদ্দীন। রাতে কাজ শেষে অফিসের মধ্যে অবস্থান নেন তিনি। বৃহস্পতিবার সকালে অফিসের অন্য কর্মচারীরা এলে দরজা না খুলে এ হুমকি দেন তিনি।

ফরিদ উদ্দীন বলেন, সরকারিভাবেই আমার নিয়োগ। আড়াই বছর ধরে কাজ করছি। বেতন মাত্র ৪ হাজার টাকা। সারারাত জেগে অফিস পাহারা দিই। এত পরিশ্রমের পর সামান্য টাকায় সাত সদস্যের সংসার চালানো দায়। ঠিকমতো তিনবেলার চালের জোগানই কষ্টসাধ্য। ডাল-সবজি জোটে না; মাছ মাংস তো দূরের কথা। এর চেয়ে মৃত্যুই তাঁর জন্য ভালো।

নৈশপ্রহরী ফরিদ আরও বলেন, ভিটেবাড়ি ছাড়া আর কিছুই নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এ টাকায় যাবতীয় খরচ মেটাতে পারি না। তাই সরকারি অন্য দপ্তরের নৈশপ্রহরীরা যে বেতন পান, আমাদেরও তা দিতে হবে।

পোস্টমাস্টার আব্দুল মালেক জানান, বৃহস্পতিবার ভোরে অফিস রুমের ফ্যানে নিজের মাফলার জড়াতে থাকেন ফরিদ। পরিচ্ছন্নতাকর্মীরা বিষয়টি আমাকে জানালে অফিসে এসে তাঁকে দরজা খুলতে অনুরোধ করি। সে সময় তিনি আত্মহত্যার হুমকি দিলে কালীগঞ্জ থানায় খবর দিই। পুলিশ এসে তাঁকে ঘর থেকে বের করে।
পোস্টমাস্টার আরও বলেন, বেতন বাড়ানোর এখতিয়ার আমার নেই। তবে মাত্র ৪ হাজার টাকা বেতনে আসলেই কিছু হয় না।

আরও পড়ুন

×