ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

বিজয় দিবসে শহীদদের স্মৃতিতে বশেমুরবিপ্রবিপি উপাচার্যের শ্রদ্ধা

বিজয় দিবসে শহীদদের স্মৃতিতে বশেমুরবিপ্রবিপি উপাচার্যের শ্রদ্ধা

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২২ | ০২:১৩ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২২ | ০৩:১৫

মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর (বশেমুরবিপ্রবিপি)-এর উপাচার্য অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন।

আজ শুক্রবার সকালে পিরোজপুর সদরের বলেশ্বর ঘাটসংলগ্ন শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বশেমুরবিপ্রবিপি উপাচার্য।

এ সময় পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক সৈয়দ আলী আজম, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহীন রেজা ও প্রভাষক মো. সানাউল্লাহসহ অন্যান্য শিক্ষকবৃন্দ তার সঙ্গে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×