ফুল দিতে গিয়ে হামলার শিকার

বিজয় দিবস উপলক্ষে শহরের নোমানী ময়দানে পুষ্পমাল্য অর্পণ করেন সবাই- সমকাল
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২২ | ০৭:০৬ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২২ | ০৭:০৬
মহান বিজয় দিবসে মাগুরায় শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ছাত্র ও যুব অধিকার পরিষদের তিন নেতা। শুক্রবার সকাল ৮টার দিকে শহরের নোমানী ময়দানে এ হামলা হয়। ভুক্তভোগীদের ভাষ্য, ছাত্রলীগ নেতাকর্মীরা তাঁদের ওপর হামলা করেন। তবে জেলা ছাত্রলীগ সভাপতি বিষয়টি অস্বীকার করেছেন।
যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি মো. ইমদাদুল হক বলেন, তাঁরা ১৫-২০ জন নেতাকর্মী নিয়ে নোমানী ময়দানের শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিতে যান। দলীয় স্লোগান দিয়ে সেখান থেকে চলে যাওয়ার সময় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) রেস্ট হাউসের সামনে হামলার শিকার হন তাঁরা। এ সময় জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি এজাজ আহম্মেদ, সদর উপজেলার সভাপতি আরিফ বিল্লাহ ও সদর উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. রাজীব মোল্লাকে লাঠিপেটা করেন ছাত্রলীগ কর্মীরা। এজাজকে ২৫০ শয্যা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিতে হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খান বলেন, ছাত্র ও যুব অধিকার পরিষদের অভিযোগ পুরোপুরি মিথ্যা। তাঁদের ওপর কারা হামলা করেছেন, তা জানেন না তিনি।
তবে ছাত্রলীগের একটি সূত্রের দাবি, সরকারবিরোধী স্লোগান দেওয়ায় কয়েকজন কর্মী ক্ষিপ্ত হয়ে ওই নেতাদের ধাক্কা দেন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ছাত্র-যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা স্লোগান দেওয়ার সময় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তি করেছেন বলে শুনেছেন। এ সময় উপস্থিত কয়েক যুবক তাঁদের একজনকে কিল-ঘুসি মারেন। পুলিশ এগিয়ে গিয়ে তাঁদের রক্ষা করে। তাঁরা এজাজ আহম্মেদ নামের একজনকে হেফাজতে নেন। অভিভাবক এলে বুঝিয়ে দেওয়া হবে।