ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বিজয় দিবসে দলীয় পতাকা নামিয়ে বিএনপির কার্যালয় বন্ধ করল পুলিশ, গ্রেপ্তার ৮

বিজয় দিবসে দলীয় পতাকা নামিয়ে বিএনপির কার্যালয় বন্ধ করল পুলিশ, গ্রেপ্তার ৮

ছবি: সমকাল

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২২ | ০৯:৫৯ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২২ | ০৯:৫৯

কুষ্টিয়ার খোকসায় বিজয় দিবসে বিএনপির কার্যালয় থেকে দলীয় পতাকা নামিয়ে কার্যালয়টি বন্ধ করে দিয়েছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। বিএনপি নেতাদের অভিযোগ, পুলিশ অভিযান চালিয়ে কার্যালয়টি বন্ধ করতে বাধ্য করে।

বিজয় দিবস উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা বিএনপির কার্যালয় খোলা হয়। এ সময় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নেতারা। অপরদিকে মিরপুরে বিএনপির ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

এর পর নেতাকর্মীরা বিজয় র‌্যালি নিয়ে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসের শহীদ মিনারে শ্রদ্ধা জানান। এ সময় পুলিশ দলীয় পতাকা নামিয়ে কার্যালয়টি বন্ধ করে দেয়।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাফিজ আহমেদ রাজু সাংবাদিকদের জানান, পুলিশের চাপে দীর্ঘদিন ধরে থানা বিএনপির কার্যালয় তালাবদ্ধ রয়েছে। বিজয় দিবসের কর্মসূচি পালনের জন্য তাঁরা সকালে অফিসটি খোলেন। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গেলে পুলিশের বাধার মুখে পড়েন। ঘটনাস্থলে উপস্থিত থানা পুলিশের এসআই মোজাম্মেল জানান, ওপরের নির্দেশে তাঁরা এ কাজ করেছেন।

ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, এমনিতে পুলিশের ওপর থ্রেট রয়েছে। এ ছাড়া প্রধান দুই দল একত্রে ফুল দিতে গিয়ে যাতে সংঘর্ষ না হয়, সে জন্য তাদের কার্যালয় বন্ধ করা হয়েছে। তবে বিএনপি নেতা নাফিজ আহমেদ রাজুর নেতৃত্বে শহীদ বেদিতে তাঁরা ফুল দিয়েছেন।

দিনাজপুরে দুই শিবিরকর্মী আটক: শুক্রবার সকালে দিনাজপুরে শিবির সন্দেহে দুই যুবককে আটক করেছে পুলিশ। তবে সন্ধ্যা অবধি তাঁদের গ্রেপ্তার দেখানো হয়নি। পুলিশ বলছে, তাঁদের অধিকতর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শুক্রবার সকাল ৮টার দিকে দিনাজপুর শহরের সুইহারী সরকারি কলেজ মোড় থেকে মিছিল বের করলে বাধা দেয় ছাত্রলীগ ও পুলিশ। পরে বাধার মুখে মিছিল করতে পারেননি তাঁরা। এ সময় পুলিশ দু'জনকে আটক করে। তাঁরা হলেন- বিরামপুর উপজেলার মুকুন্দপুর গ্রামের নাসির উদ্দিনের ছেলে মুশফিকুর রহমান ও সদর উপজেলার শিবপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে হাসান আলী।

আরও পড়ুন

×