ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

যুবলীগ থেকে বহিষ্কার গোয়ালন্দের সম্পাদক নজরুল

যুবলীগ থেকে বহিষ্কার গোয়ালন্দের সম্পাদক নজরুল

হত্যা মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে আছেন নজরুল ইসলাম মন্ডল-ফাইল ছবি

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৯ | ০৮:৩২

গোয়ালন্দ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মন্ডলকে সংগঠন থকে বহিষ্কার করা হয়েছে। 

বৃহস্পতিবার রাজধানী ঢাকায় যুবলীগের প্রধান কার্যালয়ে সংগঠনের এক জরুরি সভায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। 

কেন্দ্রীয় যুবলীগ সাধারণ সম্পাদক হারুনুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নে আওয়ামী লীগের দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে রেজাউল মোল্লা ওরফে আবু ডাক্তার নামে এক আওয়ামী লীগ কর্মীর মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নজরুল ইসলাম মন্ডলের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাকে গ্রেফতারও করা হয়েছে। 

এর আগে গত সোমবার একটি জাতীয় দৈনিকে যুবলীগের নেতা হয়ে মাত্র কয়েক বছরে নজরুল মন্ডলের বিপুল অর্থবিত্ত, আলিশান বাড়ি, দামি একাধিক গাড়ি, লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র নিয়ে চলাফেরা ও বিলাসী দাপুটে জীবনযাপন নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়। 

আরও পড়ুন

×