আর্জেন্টিনা সমর্থকের আঙ্গুল কেটে দেওয়ার অভিযোগ দুই ফ্রান্স সমর্থকের বিরুদ্ধে

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২২ | ০৬:১৭ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২২ | ০৬:১৭
আহত জুবায়ের আলম নিরব (২১) শহরের দরিনারিচা পশ্চিমপাড়ার এসএম আলমের ছেলে। তিনি চীনের একটি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন। ছুটিতে বাড়িতে এসেছিলেন তিনি।
এ ঘটনায় সোমবার ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ করেছেন নিরবের মা নার্গিস পারভিন।
অভিযোগে বলা হয়েছে, রোববার রাতে ফাইনাল খেলা শেষ হওয়ার পর পরাজিত ফ্রান্স দলের সমর্থক জাহিদ চৌধুরী তুষার ও শাহিদ বিন শিশিরের সঙ্গে খেলা নিয়ে নিরবের তর্ক হয়। একপর্যায়ে ওই দু'জন নিরবকে মারধর করে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কোপ দিলে নিরবের হাতের দুটি আঙ্গুল কাটা পড়ে।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, কাটা আঙ্গুল নিয়ে তুষার ও শিশির নামের ফ্রান্সের ওই সমর্থক উল্লাসও করে।
ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার জানান, অভিযুক্তদের আটক করতে পুলিশ অভিযানে গেলে তারা পালিয়ে যায়। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।