ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মতবিনিময়ে উপাচার্য

কুয়েটকে বিশ্বমানে উন্নীত করার পরিকল্পনা রয়েছে

কুয়েটকে বিশ্বমানে উন্নীত করার পরিকল্পনা রয়েছে

ছবি- সংগৃহীত।

খুলনা ব্যুরো

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২২ | ১১:৪১ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২২ | ১১:৪১

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (কুয়েট) বিশ্বমানে উন্নীত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন উপাচার্য ড. মিহির রঞ্জন হালদার। তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয়কে সমৃদ্ধিশালী, গবেষণাধর্মী ও উদ্ভাবনীময় বিশ্ববিদ্যালয়ে পরিণত করার পরিকল্পনা রয়েছে। এজন্য আমাদের লক্ষ্য দ্রুততম সময়ে ওয়ার্ল্ড র‌্যাঙ্কিংয়ে কুয়েটকে একটি উচ্চ অবস্থানে নিয়ে যাওয়া। এ বিষয়ে করণীয় নির্ধারণ করে সেই অনুযায়ী কাজ করা হবে।

আজ সোমবার উপাচার্যের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করাসহ দেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে গবেষণা সম্পর্ক বৃদ্ধি করতে হবে। এজন্য প্রয়োজন আরও আধুনিক অবকাঠামো, দক্ষ জনবল ও বিশ্বমানের গবেষণাগার।

এ সময় আফসোস করে তিনি বলেন, শিক্ষা ও গবেষণায় কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও শিক্ষা কার্যক্রম সম্প্রসারণে সরকার ৮৩৮ কোটি ৩৬ লাখ টাকার একটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছিল। সেই প্রকল্পের মেয়াদ এই বছরের ৩০ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা। তবে আগের প্রশাসনের ব্যর্থতায় কাজের অগ্রগতি মাত্র ২৮ শতাংশ। এক বছর মেয়াদ বাড়ানো এই প্রকল্প গতিশীল করা এবং কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনই এখন তার জন্য বড় চ্যালেঞ্জ।

বিশ্ববিদ্যালয়ে চলমান প্রকল্পের আওতায় আধুনিক যন্ত্রপাতি কেনা হচ্ছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান দ্রুত বাড়বে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য ড. সোবহান মিয়া, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আনিছুর রহমান ভূঞা, সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক সাইফুল ইসলাম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক মো. শাহজাহান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক এএনএম মিজানুর রহমান প্রমুখ।

আরও পড়ুন

×