ফুলবাড়িয়ার চক রাধাকানাইয়ে ১৪৪ ধারা জারি

চক রাধাকানাইয়ে আঞ্চলিক ইজতেমার আয়োজনকে কেন্দ্র করে দুটি পক্ষ তৈরি হয়েছে।
ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২২ | ০৭:৫২ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২২ | ০৭:৫২
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার চক রাধাকানাইয়ে আঞ্চলিক ইজতেমা মাঠে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
আজ মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম ওই মাঠ পরিদর্শন করেন। পরে আগামী ২১, ২২ ও ২৩ ডিসেম্বর ওই স্থানে ১৪৪ ধারা জারির ঘোষণা দেন।
এ সময় তার সঙ্গে ছিলেন ফুলবাড়িয়ার ওসি আবুল কালাম আজাদ। তিনি জানান, ইজতেমা মাঠের ৫০০ গজ এলাকার মধ্যে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আইন অমান্য করলে ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, আগামী ২১, ২২ ও ২৩ ডিসেম্বর ওই মাঠে বাংলাদেশ আহলে হাদিস তাবলীগে ইসলাম চাক রাধাকানাই মারকাজের উদ্যোগে আঞ্চলিক ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ নিয়ে দুটি পক্ষ তৈরি হওয়ায় শান্তিশৃঙ্খলা অবনতির আশংকা করছে প্রশাসন। এ কারণে ১৪৪ ধারা জারি করা হলো।
- বিষয় :
- ১৪৪ ধারা
- ময়মনসিংহ
- ফুলবাড়িয়া