‘মুজিববর্ষ উদযাপনের আগেই দৃশ্যমান হবে বঙ্গবন্ধু মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র’

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৯ | ০৯:০৩
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনের আগেই ভাঙ্গাতে দৃশ্যমান হবে বঙ্গবন্ধু মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র। সারা দুনিয়ার মানুষ দেখবে ও জানবে ভাঙ্গা উপজেলাকে।
বৃহস্পতিবার ফরিদপুরের ভাঙ্গায় ‘বঙ্গবন্ধু মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন’ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- শিক্ষক ও জনপ্রিয় লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল, ফরিদপুর-৪ আসনের সাংসদ মুজিবুর রহমান চৌধুরী নিক্সন ও ফরিদপুরের জেলা প্রশাসকসহ আরও অনেকে।
অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, বিশ্বের অন্যতম ভৌগলিক গুরুত্বপূর্ণ পয়েন্ট-কর্কট ক্রান্তি এবং ৯০ ডিগ্রি দ্রাঘিমার ছেদবিন্দুটি ঘিরে সরকারি পর্যায়ে নূরুল্লাগঞ্জ ইউনিয়নের ভাঙ্গারদিয়া গ্রামের বিল ধোপাডাঙ্গা মৌজার এই জমি এলাকা সরেজমিনে পরিদর্শন করেছি আমরা। শিগগিরই আধুনিক হয়ে উঠবে এলাকাটি।
বিশেষ অতিথি ফরিদপুর-৪ আসনের সাংসদ মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন, সবাই মিলে আমরা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে পারলে আগামী কয়েক বছরের মধ্যেই ভাঙ্গা আর ভাঙ্গা থাকবে না। ভাঙ্গা হবে বিশ্ববাসীর কাছে মডেল।
উপজেলা নিবার্হী কর্মকর্তা মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার গাজী রবিউল ইসলাম, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, সদরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শফি কাজী, চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, উপজেলা সহাকরি কমিশনার ভুমি হিমাদ্রী খীসা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।