ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

পদ্মা নদীতে গোসল করতে নেমে স্বামী নিখোঁজ, স্ত্রীর মরদেহ উদ্ধার

পদ্মা নদীতে গোসল করতে নেমে স্বামী নিখোঁজ, স্ত্রীর মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

রাজশাহী ব্যুরো ও গোদাগাড়ী প্রতিনিধি

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২২ | ১০:৫১ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ | ১০:৫১

রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীতে গোসল করতে নেমে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই নারীর স্বামী ব্যাংক কর্মকর্তা এখনো নিখোঁজ রয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার সুলতানগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে।

নিখোঁজ ব্যাংক কর্মকর্তার নাম সালাউদ্দিন কাদের। তার স্ত্রীর নাম মানজীদা তানভীর নিশি (৩০)। তাদের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী থানার সীমান্তপুর এলাকায়। তারা দু'জন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সানজামুলের বড় বোন ও দুলাভাই।

দুপুর সাড়ে ১২ টায় তারা নদীতে গোসল করতে নামেন। এরপরই তারা তলিয়ে যান। পরে নিশিকে উদ্ধার করতে পারলেও  সালাউদ্দীন কাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি। 

গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম জানান, সালাউদ্দীন কিশোরগঞ্জে উত্তরা ব্যাংকের ম্যানেজার পদে কর্মরত রয়েছেন। তারা গ্রামের বাড়ীতে বেড়াতে এসে শুক্রবার পিকনিক করতে আসেন পদ্মা নদীর চর বালিগ্রামে। দুপুরে তারা গোসল করতে নামেন। এ সময় নিশি স্রোতে তলিয়ে গেলে সালাউদ্দীন কাদের স্ত্রীকে উদ্ধারের চেষ্টা করেন। তার সঙ্গে অন্যরাও চেষ্টা করেন। এসময় তারা নিশিকে উদ্ধার করলেও সালাউদ্দীন কাদেরকে আর খুঁজে পাননি। গুরুতর অসুস্থ অবস্থায় নিশিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার সন্ধ্যা পৌনে সাতটা পর্যন্ত সালাউদ্দীন কাদেরকে খুঁজে পাওয়া যায়নি।

 রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের লিডার আব্দুর রাজ্জাক জানান, আলোর স্বল্পতার জন্য রাত পৌনে সাতটায় অভিযান স্থগিত করা হয়েছে। শনিবার সকালে আবারও অভিযান চালানো হবে।

আরও পড়ুন

×