বাদ্যযন্ত্র বাজিয়ে সাপে কাটা যুবকের চিকিৎসা!

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২২ | ০৯:৫০ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২২ | ০৯:৫০
মাটিতে কলাগাছ পুঁতে বাদ্যযন্ত্র বাজিয়ে সাপে কাটা যুবকের চিকিৎসা করছেন এক কবিরাজ। বাদ্যের তালে তালে মন্ত্র পড়ছেন কবিরাজ। ঘটনাটি ঘটেছে বরিশালের আগৈলঝাড়ায়। ঘটনাটি দেখতে ভিড় করেন হাজারো মানুষ।
যুবকের বড় ভাই এরশাদ ফকিরের ভাষ্য, বাদ্যযন্ত্রের তালে মন্ত্র পড়ে বিষ নামানো হয় তাঁর ভাইয়ের। এতে সুস্থ হয়ে ওঠেন তাঁর ভাই।
কবিরাজ আলী আকবর হোসেন দাবি করেন, ৬ বছর বয়স থেকে ওস্তাদ আব্দুল আলী গারুলীর কাছ থেকে শিক্ষা নিয়েছেন। ৪০ বছর ধরে এ পেশায় কাজ করছেন। এমন চিকিৎসার জন্য পারিশ্রমিক নেন ৩০ থেকে ৬০ হাজার টাকা। প্রায় ৪ থেকে ৫শ রোগীকে সুস্থ করেছেন তিনি।
যুবক সালাম ফকির বলেন, 'সাপে কাটার পর আমার শরীরে নীল বর্ণ ধারণের পাশাপাশি অসহ্য যন্ত্রণা অনুভব করি। কবিরাজের চিকিৎসায় আমি সুস্থ হয়েছি।'
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বখতিয়ার আল মামুন বলেন, এই চিকিৎসার ভিত্তি নেই। এটি চিকিৎসার নামে অপচিকিৎসা। এতে সাপে কাটা রোগীর বড় ধরনের বিপদের আশঙ্কা থাকে।
- বিষয় :
- বাদ্যযন্ত্র
- সাপে কাটা
- চিকিৎসা
- বরিশাল