ঘোড়দৌড় গ্রামীণ বাংলার ঐতিহ্য: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ফাইল ছবি।
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২২ | ০৯:১৫ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২২ | ০৯:১৫
‘ঘোড়দৌড় গ্রামীণ বাংলার ঐতিহ্য। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদ ডা. আকবর আলীর স্মৃতিতে বিজয়ের মাসে ঘোড়দৌড় ও নাটক প্রতিযোগিতার আয়োজন পীরগঞ্জের ঐতিহ্য। অনেক বছর ধরে এই আয়োজন এ অঞ্চলের মানুষের সঙ্গে মিশে আছে। সবার সরব উপস্থিতির মধ্য দিয়ে এবারের আয়োজনও সফল হবে।’
আজ সোমবার নিজ সংসদীয় এলাকা রংপুরের পীরগঞ্জের বড় আলমপুর ইউনিয়নের পত্নীচড়া আখ ক্রয় কেন্দ্র মাঠে আয়োজিত ঘোড়দৌড় ও নাটক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। পরে ঘোড়দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন তিনি।
সবাইকে ইংরেজি নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে স্পিকার বলেন, ‘বড় আলমপুর ইউনিয়নের নেতারা অক্লান্ত পরিশ্রম করে আজকের অনুষ্ঠানটি আয়োজন করেছেন। এই অনুষ্ঠান শুধু ঐতিহ্য নয়, সবার মাঝে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করে।’ পরের বছর সশরীরে উপস্থিত হয়ে এ অনুষ্ঠান উপভোগের আশাবাদ জানান তিনি।
বড় আলমপুর ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক রফিকুল ইসলাম মন্ডল খাজা, পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রাজা প্রমুখ উপস্থিত ছিলেন।