মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন ব্যবসায়ী

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২২ | ১৮:০০ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২২ | ০৫:৪৩
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকা থেকে সয়দেব নামে এক মাছ ব্যবসায়ীকে অপহরণের পর মুক্তিপণ আদায় করে ছেড়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী দুর্বৃত্তদের বিরুদ্ধে গতকাল বুধবার দুপুরে সোনারগাঁ থানায় অভিযোগ দিয়েছেন।
অভিযোগে সয়দেব উল্লেখ করেন, গত মঙ্গলবার সন্ধ্যায় মোগরাপাড়া চৌরাস্তা এলাকার ফলপট্টি দিয়ে যাওয়ার সময় ২৫-৩০ বছর বয়সী কয়েকজন ছেলে তাঁর চোখ বেঁধে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে তাঁকে রূপগঞ্জের তারাবো বিশ্বরোড এলাকার নির্জন স্থানে নিয়ে চোখের বাঁধন খুলে দেয়। একপর্যায়ে তাঁকে মারধর করে কাছে থাকা পাঁচ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নিয়েছে। পরে অপহরণকারীরা সয়দেবের বাড়িতে ফোন করে তাঁকে হত্যার হুমকি দিয়ে বিকাশে ২০ হাজার ৪০০ টাকা মুক্তিপণ নেয়। এরপর তাঁকে মারধর করে ছেড়ে দেয় দুর্বৃত্তরা। তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে মোগরাপাড়া চৌরাস্তার কয়েকজন ব্যবসায়ী জানান, এলাকায় প্রায়ই অপহরণের ঘটনা ঘটছে। ক্ষুদ্র ব্যবসায়ীদের টার্গেট করে অপহরণ করে। পরে মুক্তিপণ পেয়ে ছেড়ে দেয়। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ বলেন, অপহরণের অভিযোগ পেয়েছেন। অপহরণকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।