ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

সেই ট্রিপল মার্ডার মামলার আসামি পল্টু গ্রেপ্তার

সেই ট্রিপল মার্ডার মামলার আসামি পল্টু গ্রেপ্তার

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২২ | ১৮:০০ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২২ | ০৭:১১

বাগেরহাটের মোরেলগঞ্জের দৈবজ্ঞহাটিতে আলোচিত ট্রিপল মার্ডার মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সুব্রত কুমার পল্টুকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৩। মঙ্গলবার রাতে গাজীপুর জেলার সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সুব্রত কুমার পল্টু দৈবজ্ঞহাটির নির্মল পালের ছেলে।

র‌্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, দৈবজ্ঞহাটির আলোচিত ট্রিপল মার্ডার মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সুব্রত কুমার পল্টু দীর্ঘদিন ধরে পলাতক ছিল। তার বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকে সে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে আসছিল। ২০১৮ সালের অক্টোবর মাসে দৈবজ্ঞহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার আলী দিহিদার, তার স্ত্রী মঞ্জু বেগম ও যুবলীগ নেতা শুকুর শেখকে কুপিয়ে, পিটিয়ে ও গুলি করে আহত করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান। ওই ঘটনায় দায়ের করা মামলায় গত ৪ ডিসেম্বর ১৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. নজরুল ইসলাম হাওলাদার এ রায় ঘোষণা করেন।

আরও পড়ুন

×