ভারত ফেরত বাংলাদেশি যুবকের করোনা শনাক্ত

বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২২ | ০৪:১১ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২২ | ০৪:১১
বৃহস্পতিবার সন্ধ্যায় করোনা আক্রান্ত যুবককে বেনাপোল ইমিগ্রেশন থেকে যশোর বক্ষব্যাধি হাসপাতালে আইসোলেশনে নেওয়া হয়।
করোনায় আক্রান্ত ওই যুবকের নাম সাদ্দাম শেখ (১৯)। তিনি খুলনার দৌলতপুর থানার মুনছুব শেখের ছেলে। গত ১৩ নভেম্বর ভ্রমণ ভিসা নিয়ে তিনি ভারতের হায়দারাবাদ গিয়েছিলেন।
শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউসুফ আলী জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ভারত ফেরত যুবককে যশোর বক্ষ ব্যাধি হাসপাতালে নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ করোনা সংক্রমণ রোধে সতর্কতার সাথে কাজ করছে।
এদিকে ভারত ফেরত ওই যুবকের করোনা শনাক্তের খবরে অন্যান্য যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্বাস্থ্যকর্মীরাও নড়েচড়ে বসেছেন। তবে চিকিৎসকরা জানিয়েছেন, এটি করোনার নতুন ভ্যারিয়েন্ট বিএফ-৭ নয়।