ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বিরামপুরে গোডাউন থেকে সরানোর সময় ১৮ বস্তা ওএমএসের চাল জব্দ

বিরামপুরে গোডাউন থেকে সরানোর সময় ১৮ বস্তা ওএমএসের চাল জব্দ

গোডাউন থেকে ভ্যানে করে চালগুলো অন্যত্র নেওয়া হচ্ছিল- সমকাল

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২২ | ০৪:২৮ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২২ | ০৪:২৮

বিরামপুর পৌর শহরের কলেজ বাজার এলাকা থেকে ওএমএস- এর ১৮ বস্তা চাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার চালগুলো জব্দ করেন। এসব চাল উপজেলা খাদ্য কর্মকর্তার হেফাজতে সরকারি গোডাউনে রাখা হয়েছে।

বৃহস্পতিবার সরকার ঘোষিত ৩০ টাকা কেজি দরের ওএমএস এর চাল বিতরণের শেষ দিন ছিল। চালের ডিলার উপজেলা যুবলীগের সভাপতি কামাল হোসেনের গোডাউন থেকে ভ্যানে করে ১৪ বস্তা চাল অন্যত্র সরানোর সময় স্থানীয়রা চালগুলো আটকে দেয়। পরে উপজেলা নিবার্হী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে চালগুলো জব্দ করেন। এ সময় স্থানীয়দের দেওয়া তথ্যে, অন্য একটি দোকানে তল্লাশি করে আরও চার বস্তা চাল উদ্ধার করা হয়।

তবে ওএমএস- এর চাল অনত্র্য পাচারের বিষয়টি অস্বীকার করেছেন ডিলার কামাল হোসেন। তিনি বলেন, এসব চাল আমার গোডাউনের নয়। আমার কাগজপত্র সব ঠিক আছে।

এ বিষয়ে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল সরকার বলেন, এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাতদিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে তদন্ত কমিটি। 

আরও পড়ুন

×