আবরার হত্যা নিয়ে রাজনীতি করছে ঐক্যফ্রন্ট: হানিফ

ফাইল ছবি
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৯ | ১০:৪১
বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ড নিয়ে ঐক্যফ্রন্ট রাজনীতি করছে জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, আওয়ামী লীগ কি কচুর পাতার পানি? টলমল করছে; টোকা দিলেই পড়ে যাবে? ধাক্কা দিয়ে পতন ঘটানো সম্ভব নয়।
বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া জেলা কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুষ্টিয়া জেলা স্টেডিয়ামের সামনের মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মাহবুবউল আলম হানিফ বলেন, ঐক্যফ্রন্ট আবরার ইস্যু নিয়ে মাঠে নেমে গরম করতে চাচ্ছে। কিন্তু আওয়ামী লীগের লাখ লাখ নেতাকর্মী তা হতে দেবে না। শেখ হাসিনার এই ১০ বছরে যে উন্নয়ন হয়েছে; বঙ্গবন্ধুর আমল ছাড়া কোনো সরকারই তার ১শ' ভাগের ১০ ভাগও করেনি। বিশ্বের কাছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। তবে উন্নয়নের সঙ্গে কিছু দুঃখ-কষ্টও আছে। আমাদের দলের কিছু নেতাকর্মীর কারণে জননেত্রীকে বিব্রত হতে হয়।
আবরার হত্যার প্রসঙ্গে টেনে এ আওয়ামী লীগ নেতা আরও বলেন, হত্যাকারীদের পশুর সঙ্গেও তুলনা করা ঠিক হবে না। এতে পশুদেরও অপমান করা হবে। আমি ব্যথিত; আমি এই রাজনীতি চাই না। কেউ অনৈতিক কাজ করলে তার আশ্রয় দলে হবে না।
কৃষক লীগের সম্মেলনে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সাংসদ আ কা ম সরওয়ার জাহান, জেলা আওয়ামী লীগ সভাপতি সদর খান, সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা পরিষদ চেয়ারম্যান হাজি রবিউল বক্তৃতা করেন।
- বিষয় :
- মাহবুবউল আলম হানিফ
- কুষ্টিয়া