ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

'টিটকারি' করা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১০

'টিটকারি' করা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১০

সংঘর্ষে আহত এক ব্যক্তি

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৩ | ১৫:১৯ | আপডেট: ০২ জানুয়ারি ২০২৩ | ১৫:২০

নারায়ণগঞ্জের আড়াইহাজারে 'টিটকারি' (বিরূপ মন্তব্য) করাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৮ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। সোমবার দুপুরে ঢাকা বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের ব্রাহ্মন্দী ইউনিয়নের বিনাইরচর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার স্থানীয় এক মাদ্রাসার ওয়াজ মাহফিলে বিনাইরচর গ্রামের কয়েকজন তরুণের সঙ্গে উজান গোবিন্দী এলাকার তরুণদের 'টিটকারি' করাকে কেন্দ্র করে বাক বিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে গত তিন দিন ধরে বিনাইরচর এবং উজান গোবিন্দী এলাকার দুই গ্রামবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছিলো। সোমবার দুপুরে ফের দুই গ্রামবাসীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়। পরে পুলিশ ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৮ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে যে কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থল ও এর আশপাশে পুলিশ টহল দিচ্ছে। 

আরও পড়ুন

×