ধর্ষণ মামলায় কারাগারে পুঠিয়ার বরখাস্ত পৌর মেয়র

প্রতীকী ছবি
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৩ | ১৬:০৪ | আপডেট: ০২ জানুয়ারি ২০২৩ | ১৬:০৪
কলেজছাত্রীকে ধর্ষণ মামলায় রাজশাহীর পুঠিয়া পৌরসভার সদ্য বরখাস্ত মেয়র আল মামুন খানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে রাজশাহী নারী ও শিশু নির্যাতন আদালত ২-এর বিচারক হাসানুজ্জামান রিপন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, পুঠিয়া পৌর এলাকার ওই কলেজছাত্রীকে পৌরসভায় চাকরি দেওয়ার কথা বলে ধর্ষণ করেন মেয়র মামুন। গত ৫ সেপ্টেম্বর ওই ছাত্রী পুঠিয়া থানায় মামলা করলে আত্মগোপনে চলে যান তিনি। গত ৭ সেপ্টেম্বর বরগুনা জেলা সদর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তিনি উচ্চ আদালত থেকে জামিন পান। এর মধ্যে ২২ নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নির্দেশনায় মামুনকে পৌরসভার মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
বাদীপক্ষের আইনজীবী ইব্রাহিম হোসেন জানান, আসামি মামুনের জামিনের মেয়াদ গত ডিসেম্বরে শেষ হয়। আদালতে হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারক। সোমবার আদালতে হাজির হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ধর্ষণের শিকার কলেজছাত্রী অভিযোগ করেছেন, মামুন তার সহযোগীদের দিয়ে মা-বাবা ও তার নামে এখন পর্যন্ত আটটি মামলা করিয়েছেন। আরও মামলা করা হবে বলেও তারা হুমকি দিচ্ছেন।