ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

চেতনানাশক হালুয়া খেয়ে মারা যান ব্যবসায়ী ছৈয়দ

চেতনানাশক হালুয়া খেয়ে মারা যান ব্যবসায়ী ছৈয়দ

গ্রেপ্তার তিন আসামি

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৩ | ১৫:১৯ | আপডেট: ০৩ জানুয়ারি ২০২৩ | ১৫:১৯

তিন মাস আগে চট্টগ্রামের সীতাকুণ্ডে অজ্ঞান অবস্থায় বাস থেকে উদ্ধার করা হয় মাছ ব্যবসায়ী আবু ছৈয়দকে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৬ অক্টোবর মারা যান তিনি। ঘটনার দিন আবু ছৈয়দকে যৌনশক্তি বাড়ানোর ওষুধের নামে হালুয়ার সঙ্গে চেতনানাশক খাইয়ে সর্বস্ব লুটে নিয়েছিল অজ্ঞান পার্টির সদস্যরা।

মঙ্গলবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে।

সংস্থাটির চট্টগ্রাম জেলার বিশেষ পুলিশ সুপার নাজমুল হাসান জানান, আবু সৈয়দ হত্যা মামলায় চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী ও হালিশহর থেকে সম্প্রতি তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন- নোয়াখালীর বেগমগঞ্জের মহিন উদ্দিন, আনোয়ার হোসেন ও ফেনীর ছাগলনাইয়ার রফিকুল ইসলাম।

তিনি বলেন, 'সূত্রবিহীন হওয়ায় মামলাটি ছায়া-তদন্ত করে পিবিআই। তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামিরা আবু ছৈয়দকে অচেতন করে নগদ ২০ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে যাওয়ার কথা জানান। পরে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী একজনের বাসা থেকে ঘুমের ওষুধ, মধু, ইউনানি ওষুধ ছাড়াও বাসটি জব্দ করা হয়েছে।'

পিবিআই জানায়, মাছ ব্যবসায়ী আবু ছৈয়দের গ্রামের বাড়ি কক্সবাজারের মহেশখালী হলেও পরিবার নিয়ে বসবাস করতে সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকায়। গত ২৮ সেপ্টেম্বর সকালে চট্টগ্রাম মহানগরীর ফিশারিঘাট থেকে মাছ কিনে বাসায় ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন।

আরও পড়ুন

×