ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বাংলাবান্ধা বন্দর দিয়ে সুতা আমদানির প্রস্তাব নেপালের রাষ্ট্রদূতের

বাংলাবান্ধা বন্দর দিয়ে সুতা আমদানির প্রস্তাব নেপালের রাষ্ট্রদূতের

বাংলাবান্ধা জিরো পয়েন্টে নেপালের রাষ্ট্রদূত। ছবি-সমকাল

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৩ | ১১:২১ | আপডেট: ০৫ জানুয়ারি ২০২৩ | ১১:২১

বাংলাদেশি ব্যবসায়ীদের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপাল থেকে সুতা আমদানির প্রস্তাব দিয়ে ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি বলেছেন, নেপাল থেকে এই স্থলবন্দর দিয়ে পণ্য আমদানিতে খরচ অনেক সাশ্রয় হবে। 

বৃহস্পতিবার সকালে উভয় দেশের মধ্যে বাণিজ্য প্রসারে দেশের চতুর্দেশীয় এই স্থলবন্দর পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় নেপাল ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানিসহ উভয় দেশের মধ্যে বাণিজ্য প্রসারে আলোচনা হয়। উভয় দেশের ব্যবসায়ীক সুবিধা আর সহজতর করতে বাংলাবান্ধা স্থলবন্দর হতে সরাসরি নেপালের কাকড়ভিটায় ট্রান্সশিপমেন্ট চালু, বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপাল হতে পাথর আমদানি করার দাবি করেন স্থানীয় ব্যবসায়ীরা।

এ সময় নেপাল দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি রঞ্জন দাস, পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসান, তেঁতুলিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা, বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের জিএম হাবিবুর রহমান, ইমিগ্রেশন ওসি নজরুল ইসলামসহ স্থলবন্দর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×