ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

চরভদ্রাসনকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার ঘোষণা জেলা প্রশাসকের

চরভদ্রাসনকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার ঘোষণা জেলা প্রশাসকের

মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৩ | ১২:৩০ | আপডেট: ০৫ জানুয়ারি ২০২৩ | ১২:৩৪

মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন করার পাশাপাশি চরভদ্রাসনকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।

ফরিদপুরের জেলা প্রশাসক হিসেবে যোগদানের পর বৃহস্পতিবার চরভদ্রাসনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতনিবিময়কালে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। এক্ষেত্রে নবাগত জেলা প্রশাসক সমাজের সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা প্রত্যাশা করেন।

মতবিনিময়কালে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি জানান, দেশের প্রাচীণতম এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মধন্য এ জেলার উন্নয়নে পরিকল্পিতভাবে রূপরেখা তৈরি করে সরকারকে প্রস্তাবনা দেওয়া হবে। 

চরভদ্রাসন উপজেলার নির্বাহী কর্মকর্তা তানজিলা কবির ত্রপার সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) খায়রুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. কাউছার হোসেন, চরভদ্রাসন সদর ইউনিয়নের চেয়ারম্যান আজাদ খান, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ।

আরও পড়ুন

×