ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৩ | ১৩:২১ | আপডেট: ০৫ জানুয়ারি ২০২৩ | ১৩:২২

চট্টগ্রামে ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিমুল (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে নগরীর খুলশী থানার ঝাউতলা রেললাইনের পাশের এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিমুল আকবরশাহ থানার কৈবল্যধাম এলাকার বাসিন্দা। তিনি ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠান এমপাওয়ারিং নেটে চাকরি করতেন।

এমপাওয়ারিং নেটের সুপারভাইজার নুর মোহাম্মদ সমকালকে বলেন, গ্রাহকের কাছে অভিযোগ পেয়ে ঝাউতলা রেললাইনের পাশের এলাকায় সংযোগ লাইন ঠিক করতে যান শিমুল। বৈদ্যুতিক খুঁটির সঙ্গে থাকা তারের সংযোগ দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিমুলকে মৃত ঘোষণা করেন।

পাঁচলাইশ থানার পরিদর্শক সাদিকুর রহমান বলেন, এ ঘটনায় কোনো মামলা হয়নি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন

×