ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ইউপি সদস্যের বিরুদ্ধে রাস্তার গাছ কাটার অভিযোগ

ইউপি সদস্যের বিরুদ্ধে রাস্তার গাছ কাটার অভিযোগ

কেটে ফেলে রাখা সরকারি রাস্তার গাছ - সমকাল

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৩ | ১৬:৫০ | আপডেট: ০৫ জানুয়ারি ২০২৩ | ১৬:৫০

টাঙ্গাইলের ঘাটাইলে আতিকুর রহমান সুমন নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের বিরুদ্ধে সরকারি রাস্তার ৫০টি গাছ কাটার অভিযোগ উঠেছে।

সুমন ঘাটাইল ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য। গাছ কাটার বিষয়টি বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান হীরা।

জানা গেছে, শাহাপুর থেকে ঘাটাইল ইউনিয়ন পরিষদ (ইউপি)-সংলগ্ন বিরাহিমপুর হয়ে রাস্তাটি চলে গেছে মোহনপুর। বিরাহিমপুর এলাকা দিয়ে যাওয়া রাস্তার কিছু জায়গার দাবিদার বিরাহিমপুর গ্রামের আফছার উদ্দিন। তবে কোনো ধরনের অনুমতি ছাড়াই ইউনিয়ন পরিষদসংলগ্ন রাস্তার অর্ধশত ইউক্যালিপটাস ও মেহগনি গাছ সম্প্রতি বিক্রি করেছেন তিনি।

স্থানীয়রা জানান, গাছগুলো নাকি আফছার উদ্দিন লাগিয়েছিলেন। তিনিই বিক্রি করেছেন এক লাখ ৫ হাজার টাকায়। তাদের দাবি, গাছগুলো কাটার সঙ্গে জড়িত ইউপি সদস্য সুমন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন ইউপি সদস্য আতিকুর রহমান সুমন। তিনি বলেন, সড়কের গাছগুলো আফছার উদ্দিনের কাছ থেকে তার এক আত্মীয় কিনে নিয়েছেন।

আফছার উদ্দিন সপরিবারে ঢাকায় থাকেন। তার গ্রামের বাড়ি বিরাহিমপুর গিয়ে তাকে পাওয়া যায়নি। কথা হয় তার ছোট ভাইয়ের স্ত্রী মরিয়ম বেগমের সঙ্গে। তিনি জানান, সড়কের গাছগুলো আফছার উদ্দিন লাগিয়েছিলেন এবং তিনিই বিক্রি করেছেন।

অনুমতি ছাড়া সরকারি রাস্তার গাছ কাটার বিষয়ে ঘাটাইল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান হীরা বলেন, গত ৩ জানুয়ারি সকালে পরিষদে যাওয়ার সময় রাস্তার গাছ কাটতে দেখেন তিনি। গাছ কাটার লোকজনের পাশেই দাঁড়িয়ে ছিলেন ইউপি সদস্য আতিকুর রহমান সুমন। তিনি বলেন, 'দেখতে পেলাম কেউ গাছ কাটছে, কেউ খণ্ড করছে, আবার কেউ তাড়াহুড়া করে ভ্যানে উঠিয়ে নিয়ে যাচ্ছে। মনে হলো, কেউ লুটের মাল নিয়ে যাচ্ছে।' তার দাবি, তাদের নিষেধ করলে বাকি কিছু গাছ কাটা থেকে বিরত থাকেন। পরে বৃহস্পতিবার বিষয়টি ইউএনওকে লিখিতভাবে জানিয়েছেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিয়া চৌধুরী জানান, তদন্ত কমিটি গঠন করে দেওয়া হবে। প্রতিবেদন পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×