ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

মোটরসাইকেলে মাইক্রোবাসের ধাক্কা, ঘটনাস্থলেই প্রাণ গেল যুবকের

মোটরসাইকেলে মাইক্রোবাসের ধাক্কা, ঘটনাস্থলেই প্রাণ গেল যুবকের

পুড়ে যাওয়া মাইক্রোবাস- সমকাল

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৩ | ১৪:৩৩ | আপডেট: ০৬ জানুয়ারি ২০২৩ | ১৪:৩৩

রাজশাহীর পুঠিয়ায় মোটরসাইকেলে মাইক্রোবাসের ধাক্কায় বাচ্চু মিয়া (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ১টার দিকে মহাসড়কের বিড়ালদহ এলাকায় এ ঘটনায় স্থানীয় লোকজন মাইক্রোবাসটিতে আগুন ধরিয়ে দেয়। এরপর প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

নিহত বাচ্চু মিয়া বিড়ালদহ এলাকার ইমরান আলীর ছেলে।

প্রত্যক্ষদশী মনির হোসেন জানান, দুপুরের দিকে বাচ্চু মিয়া মোটরসাইকেল নিয়ে মাজারের দিকে আসছিল। এ সময় রাজশাহী থেকে নাটোরগামী একটি হায়েস মাইক্রোবাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে বাচ্চু মিয়া ঘটনাস্থলেই মারা যায়। পরে এলাকার লোকজন ধাওয়া করে মাইক্রোবাসটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় মাইক্রোতে থাকা সবাই পালিয়ে যান।

এ ব্যাপারে পবা হাইওয়ে পুলিশ (শিবপুরহাট থানার) ওসি মোফাক্কারুল ইসলাম সমকালকে বলেন, দুর্ঘটনার জেরে লোকজন গাড়িটিতে অগ্নিসংযোগ করে। এতে আগুনে পুরো গাড়ি পুড়ে যায়। আগুনের কারণে সড়কে কিছু সময় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর লোকজন এসে পরিস্থিতি স্বাভাবিক করে। তিনি বলেন, এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

×