ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

উখিয়ায় ক্যাম্পে গ্রেনেড সদৃশ বস্তু, গুলিবিদ্ধ রোহিঙ্গা উদ্ধার

উখিয়ায় ক্যাম্পে গ্রেনেড সদৃশ বস্তু, গুলিবিদ্ধ রোহিঙ্গা উদ্ধার

অত্যাধুনিক গ্রেনেড সদৃশ বস্তু- সমকাল

কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৩ | ১৮:০১ | আপডেট: ০৬ জানুয়ারি ২০২৩ | ১৮:০২

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে (ক্যাম্প-৮ ইস্ট) এক রোহিঙ্গার ঘর থেকে অত্যাধুনিক গ্রেনেড সদৃশ এক বস্তুর সন্ধান মিলেছে। এ সময় ঘরের মালিক রোহিঙ্গা মোহাম্মদ নবীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শুক্রবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন ৮ এপিবিএনের (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) ইনচার্জ (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ আমীর জাফর।

তিনি জানান, ক্যাম্প-৮ ইস্ট এর ব্লক বি/৩৯ এ গ্রেনেড সদৃশ বস্তুর সন্ধান পাওয়া বাড়িটি ঘিরে রেখেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ ঘটনায় ক্যাম্প জুড়ে আতঙ্ক বিরাজ করছে। জুমার নামাজের পর গ্রেনেড সদৃশ বস্তুটির সন্ধান পায় আইনশৃঙ্খলা বাহিনী। সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে কথা বলে সেনাবাহিনীর বিশেষজ্ঞ বিস্ফোরক দলকে ডাকা হয়েছে। শীতকালীন মহড়ার কারণে দলটি আসতে সময় লাগছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

আহত ব্যক্তির নাম মোহাম্মদ নুরুন নবী। তিনি ক্যাম্প-৮ এর বি/৩৯ ব্লকের বাসিন্দা মোহাম্মদ কাশিমের ছেলে বলে জানা গেছে।

রোহিঙ্গাদের একটি সূত্র জানায়, বাংলাদেশ সরকারকে বেকায়দায় ফেলতে আন্তর্জাতিক বেশ কিছু চক্র রোহিঙ্গা সন্ত্রাসীদের ব্যবহার করছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোহিঙ্গা ক্যাম্পে বড় ধরনের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।

৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার জালাল উদ্দীন ভূঁইয়া বলেন, গ্রেনেড সদৃশ বস্তুটি কীভাবে, কোথা থেকে এলো তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আহত ব্যক্তি আমাদের হেফাজতে রয়েছেন। সুস্থ হলে তাকে জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধান শেষে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন

×