ভোটের অধিকার আদায় করেই বিএনপি ঘরে ফিরবে: টুকু

রংপুর বিভাগীয় গণ-অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইকবাল হাসান মাহমুদ টুকু- সমকাল
রংপুর অফিস
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৩ | ০৯:১২ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৩ | ০৯:১২
জনগণের ভোটের অধিকার আদায় করেই বিএনপি ঘরে ফিরবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। বিএনপি হারিয়ে গেছে, আওয়ামী লীগের এমন বক্তব্যের বিপরীতে তিনি বলেন, ‘মাঠে তো এখন শুধুই বিএনপি। জনগণের অধিকার আদায়ে বিএনপি সক্রিয় আছে-আগামীতেও থাকবে। বরং ওরাই (আওয়ামী লীগ) হারিয়ে গেছে।’
বিএনপি ঘোষিত আন্দোলনের ১০ দফা এবং রাষ্ট্রকাঠামো মেরামতের দাবিতে রংপুর বিভাগীয় গণ-অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি সাংবাদিকদের এসব বলেন। আজ বুধবার দুপুরে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে বিএনপির রংপুর বিভাগের আয়োজনে এ গণঅবস্থান কর্মসূচি পালিত হচ্ছে।
রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামুর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব হারুন অর রশীদ, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু, বিএনপির চেয়ারপার্সনের সাবেক বিশেষ সহকারী এম এ জলিলসহ জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, মহানগর বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
গণঅবস্থান কর্মসূচিতে রংপুর বিভাগের আট জেলা, রংপুর সিটি করপোরেশন, জেলার আট থানার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নন। এর আগে সকাল ১১টার পর থেকেই গণঅবস্থান কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য নেতাকর্মীরা আসতে থাকেন। বিএনপির এ বিভাগীয় গণঅবস্থান কর্মসূচি গ্র্যান্ড হোটেল মোড়ের ডানদিকে জীবনবীমা এবং বামে শাপলাচত্বর পর্যন্ত রাস্তার একপাশে চট বিছিয়ে তারা অবস্থান নেন। এ সময় রংপুর নগরীর বিভিন্ন সড়কে তীব্র জানযটের সৃষ্টি হয়।