ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

সরকারি হাসপাতালেই প্রাইভেট চেম্বারের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালেই প্রাইভেট চেম্বারের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক- ফাইল ছবি

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৩ | ১৬:৫৩ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৩ | ১৬:৫৩

সরকারি হাসপাতালে নির্দিষ্ট সময়ের পর চিকিৎসকরা যাতে বেসরকারিভাবে রোগী দেখতে পারেন, সরকার বিষয়টি নিয়ে 'সক্রিয়ভাবে' কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ক্লিনিকে চিকিৎসকদের প্রাইভেট প্রাকটিস নীতিমালায় আছে, এটি অন্যায় নয়। তবে নীতিমালায় আছে, স্ব-স্ব কর্মরত প্রতিষ্ঠানে দুপুর ২টা পর্যন্ত পূর্ণ দায়িত্ব পালন করেই তা করতে হবে।

বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার জেলা সদর হাসপাতালের নবনির্মিত আধুনিক বহির্বিভাগের তিনতলা ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা-ইউএনএইচসিআর ৩৫ কোটি টাকা ব্যয়ে এ ভবন করে দিচ্ছে। এর আগে মন্ত্রী ২৫০ শয্যাবিশিষ্ট কপবাজার জেলা সদর হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

জাহিদ মালেক বলেন, 'চিকিৎসকরা বাইরে গিয়ে রোগী দেখেন। তাঁরা যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেখানেই এ সুযোগ দিতে চাচ্ছি আমরা। এতে হাসপাতালের ভর্তি রোগীও সেবা নিতে পারবেন। বিষয়টি প্রধানমন্ত্রীও অবহিত আছেন।' তিনি বলেন, 'জেলার ২৫০ শয্যা হাসপাতালকে ছয় শতাধিক রোগীর চাপ সামলাতে হচ্ছে। এ অবস্থার পরিবর্তন দরকার।'

সাইমুম সরওয়ার কমল এমপির সভাপতিত্বে ও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মোমিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন স্বাস্থ্য সচিব আনোয়ার হোসেন হাওলাদার, অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা নয়ন, ইউএনএইচসিআরের কপবাজার অঞ্চলের প্রধান ইয়োকো আকাসাকা, জেলা আওয়ামী লীগ সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী প্রমুখ।

আরও পড়ুন

×