ঘরে আগুন লেগে প্রাণ গেল ছোট্ট ইউসুফের

প্রতীকী ছবি
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৩ | ১০:৪৪ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৩ | ১০:৪৪
দিনাজপুরের পার্বতীপুরে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে ইউসুফ আলী নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ১০টার দিকে তার মরদেহ দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে পার্বতীপুরের চন্ডিপুর ইউনিয়নের ঝাড়ুয়ার ডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ইউসুফ রংপুর বদরগঞ্জের নওপাড়া এলাকার রাসেদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইউসুফ জন্ম নেওয়ার তিন দিনের মধ্যে মারা যায় তার মা এমতেজা খাতুন। পরে ছেলে ইউসুফকে লালনপালন করার জন্য তার জামাতা জনাব আলীকে দিয়ে দেয় রাসেদ। সেই থেকে ইউসুফ তার বোনের বাড়িতেই থাকত। বৃহস্পতিবার রাতে ইউসুফ ঘরের মধ্যে ঘুমিয়ে ছিল। একপর্যায়ে হঠাৎ ওই ঘরে আগুন লাগে। সেই আগুনে পুড়ে যায় ইউসুফ।
পার্বতীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাচ্চু বলেন, আমরা খবর শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। শুক্রবার সকাল ১০টার দিকে আমরা মরদেহ মর্গে পাঠিয়েছি। অগ্নিকাণ্ডের সূচনা কীভাবে হয়েছে জানা সম্ভব হয়নি। এ ঘটনায় এখনও মামলা দায়ের হয়নি। মামলা দায়ের হলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।