ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ধর্ষণের পর হত্যা, এক সপ্তাহ পর বঙ্গোপসাগর থেকে শিশুর লাশ উদ্ধার

ধর্ষণের পর হত্যা, এক সপ্তাহ পর বঙ্গোপসাগর থেকে শিশুর লাশ উদ্ধার

শিশু লামিয়া আক্তার

পটুয়াখালী ও গলাচিপা প্রতিনিধি

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৩ | ১২:৪১ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৩ | ১২:৪১

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজে চাঞ্চল্যকর ধর্ষণ ও হত্যার এক সপ্তাহ পর শিশু লামিয়া আক্তারের (১২) মরদেহ বঙ্গোপসাগর থেকে উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় জেলেদের সহায়তায় শুক্রবার সকাল ১১টার দিকে জেলার রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজে ঘটনাস্থল থেকে আনুমানিক ২৫ কিলোমিটার দক্ষিণে শিবচর সংলগ্ন বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় লামিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম মজুমদার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

পুলিশ জানায়, গত ৬ জানুয়ারি সন্ধ্যায় লামিয়াকে ধর্ষণ শেষে শ্বাসরোধ করে হত্যা করে একই এলাকার অটোবাইক চালক মো. আল-আমিন (৩৫)। ধর্ষণ ও হত্যার দায় থেকে নিজেকে বাঁচতে লামিয়ার লাশ টেনেহিঁচড়ে বুড়াগৌরাঙ্গ নদীতে ভাসিয়ে দেয় ঘাতক আল-আমিন। পরে পুলিশ আল-আমিনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে গলাচিপার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সে (আল-আমিন)। স্বীকারোক্তিতে লামিয়াকে ধর্ষণ শেষে শ্বাসরোধ করে হত্যার পর লাশ বুড়াগৌরাঙ্গ নদীতে ফেলে দেয় বলে আদালতে জবানবন্দি দেয়। এরপর পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা ওই নদীতে তিন দিন অভিযান চালিয়েও লামিয়ার মরদেহের সন্ধান করতে পারেনি।  এক সপ্তাহ পর শুক্রবার সকালে বঙ্গোপসাগরে লামিয়ার মরদেহ ভাসতে দেখে জেলেরা পুলিশকে খবর দেয় এবং পুলিশ গিয়ে লামিয়ার মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি মো. নুরুল ইসলাম মজুমদার জানান, ঘটনাস্থল থেকে অন্তত ২৫ কিলোমিটার গভীর বঙ্গোপসাগরে শিবচর সংলগ্ন এলাকায় লামিয়ার মরদেহ ভাসতে দেখে জেলেরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন

×