চারঘাটে আটক ভারতীয় জেলে কারাগারে

চারঘাটে আটক ওই ভারতীয় জেলেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বিএসএফ। এ সময় বিএসএফের ছোড়া গুলির জবাবে বিজিবিও পাল্টা গুলি চালায়। ছবি: বিজিবি
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১৮ অক্টোবর ২০১৯ | ০০:৩০
চারঘাটে পদ্মানদীতে অবৈধভাবে অনুপ্রবেশ করে বাংলাদেশের সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকারের ঘটনায় ভারতীয় জেলে প্রণব মণ্ডলের নামে মামলা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
চারঘাট থানার ওসি সমিত কুমার কুণ্ডু জানান, অবৈধভাবে অনুপ্রবেশ করে সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকার করায় বিজিবির চারঘাট বিওপির হাবিলদার হুমায়ুন কবীর বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। এ মামলায় ভারতীয় জেলে প্রণবকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার সকালে চারঘাটের বড়াল নদীর মোহনায় বাংলাদেশের অন্তত ৫০০মিটার ভেতরে প্রবেশ করে মা ইলিশ শিকার করছিল ভারতীয় তিন জেলে। এ সময় ভারতীয় দুই জেলে পালিয়ে যেতে পারলেও প্রণবকে আটক করেন বিজিবি সদস্যরা। এরপর পালিয়ে যাওয়া জেলেদের কাছ থেকে খবর পেয়ে বাংলাদেশের প্রায় ৬৫০ গজ অভ্যন্তরে প্রবেশ করে তাদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বিএসএফ-এর চার সদস্য। এ সময় বিজিবি বাঁধা দিতে গেলে বিএসএফ সদস্যরা গুলি চালায়। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও পাল্টা গুলি চালায়। এ ঘটনায় বিএসএসফের এক সদস্য নিহত ও অপর একজন আহত হয়েছে বলে বিজিবির সঙ্গে পতাকা বৈঠকে দাবি করেছে বিএসএফ।
- বিষয় :
- চারঘাট সীমান্ত
- বিজিবি
- বিএসএফ
- গুলি বিনিময়