ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

গফরগাঁওয়ে মধ্য রাতে চার দোকান পুড়ে ছাই

গফরগাঁওয়ে মধ্য রাতে চার দোকান পুড়ে ছাই

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৩ | ০৯:১৩ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৩ | ০৯:১৩

ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরের শিলাসী আউট সিগনাল এলাকায় কাশেম বিএসসির মার্কেটে আগুন লেগে চারটি দোকান পুড়ে গেছে। শনিবার রাত ২টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, কাশেম বিএসসির মার্কেটের ব্যবসায়ী মানিক ও বাদলের দুটি করে মোট চারটি দোকানে মনোহারি সামগ্রী, গ্যাসের বোতল, চাল ছিল। রাতে তাঁরা দোকান বন্ধ করে বাড়িতে চলে যাওয়ার পর রাত ২টার দিকে মানিকের দোকানে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন বাদলের দুই দোকানে ছড়িয়ে পরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মানিক ও বাদল জানান, আগুনে তাদের দোকানে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রাম প্রাসাদ পাল জানান, 'আগুনে চারটি দোকান পুড়ে গেছে। আমাদের টিম খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।'

আরও পড়ুন

×