উল্লাপাড়া বিজ্ঞান কলেজের ১২ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতলে ভর্তি

ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জ ও উল্লাপাড়া প্রতিনিধি
প্রকাশ: ১৮ অক্টোবর ২০১৯ | ০১:০০
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে কয়েক ঘন্টার ব্যবধানে সিরাজগঞ্জের উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ হলের ১২ জন শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে গুরুতর অবস্থায় ১০ জন শিক্ষার্থীকে বৃহস্পতিবার রাতেই বেগম ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তিকৃত শিক্ষার্থীরা হলেন, সাব্বির, তোষার, জাহিদ, আলামিন, শহিদুল, নুর, আশরাফুল, মোস্তফা, ইব্রাহীম ও হাসান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ হলের সুপার রফিকুল ইসলাম খোকন সমকালকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শিক্ষার্থীরা হঠাৎ করে জ্বর ও মাথা ব্যাথায় আক্রান্ত হন। অনেকে বমি করতে শুরু করেন। এতে পুরো হলের শিক্ষার্থীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। অনেক শিক্ষার্থী ভয়ে হল থেকে বেরিয়ে যান। এ অবস্থায় তিনি (খোকন) দ্রুত এ্যাম্বুলেন্স ডেকে ১২ জন শিক্ষার্থীর মধ্যে উল্লিখিত ১০ জনকে গুরতর অবস্থায় উক্ত হাসপাতালে ভর্তি করেন। বাকী দু’জন শিক্ষার্থীকে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন।
রফিকুল ইসলাম বলেন, প্রথমে তাদের ধারণা ছিল- খাদ্যে বিষক্রিয়া হয়েছে। কিন্তু সিরাজগঞ্জে হাসপাতালে শিক্ষার্থীদের ভর্তির পর ডাক্তাররা জানান, এটা এক ধরনের 'ভাইরাস জ্বর'। এ জ্বর দ্রুত পার্শ্ববর্তী একাধিক ব্যক্তির মধ্যে ছড়িয়ে পড়তে পারে। এতে আতংকিত হওয়ার কিছু নেই। হাসপাতালে ভর্তি শিক্ষার্থীরা বর্তমানে কিছুটা সুস্থ হয়েছেন।