অগ্নিনিরাপত্তা ছাড়াই কার্যক্রম
হাজী সাবের টিম্বারকে ২ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৩ | ১৬:১১ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৩ | ১৬:১২
পরে তিনি সাংবাদিকদের জানান, সরেজমিন হাজী সাবের টিম্বারে নানা অনিয়ম পাওয়া যায়। টিম্বার কোম্পানির লাইসেন্স থাকলেও কার্যক্রম কনটেইনার ডিপোর। ফায়ার লাইসেন্সের মেয়াদও শেষ হয়েছে গত বছর জুনে। অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকা এবং সেফটি প্ল্যান বাস্তবায়ন না করায় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ তাদের লাইসেন্স নবায়ন করেনি।
নিয়ম অনুযায়ী ১ হাজার ৫০০ কনটেইনার থাকার কথা থাকলেও ছিল মাত্র ৩৫। খালি কনটেইনারে অবৈধভাবে মজুদ করা প্রায় ২০০ ড্রাম ডিজেল পাওয়া যায়। ড্রামগুলোর বেশ কয়েকটির মুখ খোলা এবং সেখানে সিগারেটের ছাই ও অবশিষ্টাংশ পাওয়া গেছে।
এসব কারণে ডিপোর এজিএম মো. এনামুল হককে জরিমানা করা হয়েছে। এর পাশাপাশি আগামী এক মাসের মধ্যে যাবতীয় ত্রুটি-বিচ্যুতি সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে বলে জানান তিনি।