ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ভ্যানে করে যাচ্ছিলেন বিয়ের অনুষ্ঠানে, বাসের ধাক্কায় প্রাণ গেল দাদী ও নাতনির

ভ্যানে করে যাচ্ছিলেন বিয়ের অনুষ্ঠানে, বাসের ধাক্কায় প্রাণ গেল দাদী ও নাতনির

দুর্ঘটনাকবলিত বাস- সমকাল

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৩ | ১২:৪৩ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৩ | ১২:৪৩

দিনাজপুরের ঘোড়াঘাটে ভ্যানে করে যাওয়ার সময় বাসের ধাক্কায় দাদী ও নাতনি নিহত হয়েছেন। সোমবার দুপুর পৌনে ১টার দিকে দিনাজপুর-ঢাকা মহাসড়কের হরিপাড়া বলগাড়ি নামক এলাকায় এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

নিহতরা হলেন- গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের বেশাইন গ্রামের বিধান চন্দ্র বর্মনের মেয়ে তিথি রানী (১৭) এবং বিজয় চন্দ্র বর্মনের স্ত্রী রতন বালা (৫০)। জানা গেছে, তারা সম্পর্কে দাদী-নাতনি। আহতরা হলেন- একই পরিবারের অরুণ বালা (৪০), করুণা রানী (৫৫) ও অর্পনা রানী (৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ও আহতরা সকলেই বিয়ের নিমন্ত্রণে ঘোড়াঘাট থেকে ভ্যানযোগে জেলার নবাবগঞ্জ উপজেলার জয়দেবপুর গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে টঙ্গি থেকে বিশ্ব ইজতেমা ফেরত মুসল্লিদের নিয়ে একটি বাস বলগাড়ি নামক এলাকায় ভ্যানকে ধাক্কা দিয়ে গর্তে পড়ে যায়। এতে ভ্যানে থাকা চালক ও যাত্রীরা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা ভ্যানের যাত্রীদের আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিথি ও রত্নাকে মৃত ঘোষণা করেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির দুইজন নিহতের তথ্য জানিয়ে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন।

আরও পড়ুন

×