কৃষক হত্যার দায়ে ১ জনের মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৩ | ০৯:২৬ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৩ | ০৯:২৬
কিশোরগঞ্জের বাজিতপুরের কৃষক আমিরুল হত্যা মামলায় দুই পরিবারের একজনকে মৃত্যুদণ্ড ও ৬ জনের যাবজ্জীবন কারদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচরক মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ রায় দেন।
এদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কুদ্দুছ মিয়ার বিরুদ্ধে ৫০ হাজার টাকা জরিমানারও আদেশ হয়েছে। পাশাপাশি যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, বজিতপুরের পশ্চিম কুতুবপুর গ্রামের মৃত শেখ ফালু মিয়ার ছেলে কুদ্দুছ মিয়া (৫২)। যাবজ্জীবন প্রাপ্তরা হলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত কুদ্দুছের ভাই আবুল কালাম (৬২) ও ধলু মিয়া (৫৭), ধলু মিয়ার ছেলে ফুকন মিয়া (৩২), মৃত আসক আলীর ছেলে মুকুল মিয়া (৫৫) ও সোনাফর (৫২) এবং মুকুল মিয়ার ছেলে নিকুল মিয়া (৩৫)। রায়ের সময় দণ্ডিদের মধ্যে ফুকন মিয়া পলাতক ও বাকি ৬ জন আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, জমি নিয়ে একই গ্রামের ভিকটিম পরিবারের সঙ্গে আসামিদের পূর্ব বিরোধ ছিল। এর জের ধরে ২০১৫ সালের ১০ অক্টোবর রাত ২টার দিকে কৃষক আমিরুল হকের বাড়িতে আসামিরা হামলা করে। এসময় বসতঘরের জানালা ভেঙে ঢুকে দেশীয় সুঁচালো অস্ত্র দিয়ে পিঠে আঘাত করে আমিরুলকে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন নিহতের ছেলে শরীফ মিয়া (৫২) বাদী হয়ে বাজিতপুর থানায় দণ্ডিত ৭ আসামিসহ অজ্ঞাত ৮-১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্ত কর্মকর্তা থানার এসআই জাহাঙ্গীর আলমের পর মামলাটির তদন্ত করেন সিআইডির পরিদর্শক শহীদুল ইসলাম খান। ২০১৬ সালের ২৩ মার্চ আদালতে দণ্ডিত ৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। মঙ্গলবার মামলার রায় ঘোষণা হলো।
- বিষয় :
- কিশোরগঞ্জ
- বাজিতপুর
- কৃষক হত্যা
- হত্যা মামলার রায়