ওএমএসের চাল সরিয়ে নেওয়ার সময় হাতেনাতে ধরা ডিলার

প্রতীকী ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৩ | ১৪:৪৬ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৩ | ১৪:৪৬
চট্টগ্রামে সরকারি খোলা বাজারে বিক্রির চাল (ওএমএস) বিক্রি না করে নিয়ে যাওয়ার সময় এক ডিলারকে হাতেনাতে ধরা হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরের খুলশী থানার ফয়েস লেক এলাকা থেকে তাকে ধরা হয়। এ সময় ট্রাক থেকে ৩০৭ কেজি চাল জব্দ করা হয়েছে। পরে স্থানীয় সিটি করপোরেশনের কাউন্সিলরের তত্ত্বাবধানে চালগুলো বিক্রি করা হয়।
৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর মো. জহুরুল আলম জসিম সমকালকে বলেন, ‘নির্ধারিত শিডিউল অনুযায়ী ফয়েস লেকের পার্কিং মাঠে ওএমএসের চাল বিক্রি করা হচ্ছিল। মানুষকে লাইনে দাঁড় করিয়ে রেখে চাল শেষ হয়ে গেছে বলে তারা চলে যাচ্ছিল। এ সময় খবর পেয়ে ট্রাকটি আটকানো হয়। ট্রাকের মধ্যে ৩০৭ কেজি চাল পাওয়া গেছে। বিষয়টি জেলা খাদ্য নিয়ন্ত্রককে জানানো হয়েছে। ঘটনাস্থলে এসে খাদ্য অধিদপ্তরের লোকজন বিষয়টি দেখে গেছেন। সন্ধ্যার পরে চালগুলো কাউন্সিলর কার্যালয়ের সামনে বিক্রি করেছেন তারা।’
চট্টগ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আবদুল কাদের বলেন, ‘চাল সরিয়ে নেওয়ার অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে কর্মকর্তাদের পাঠিয়েছি। তারা চালগুলো বিক্রির ব্যবস্থা করেছেন। সুভাষ চৌধুরী নামে ওই ডিলারের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
- বিষয় :
- চট্টগ্রাম
- ওএমএসের চাল
- চাল জব্দ
- ডিলার