ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

পাইকগাছায় অপারেশন থিয়েটারে অগ্নিকাণ্ড

পাইকগাছায় অপারেশন থিয়েটারে অগ্নিকাণ্ড

অপারেশন থিয়েটারে অগ্নিকাণ্ড।

খুলনা ব্যুরো

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৩ | ০৪:০২ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৩ | ০৪:৩৬

খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাত ১০টার দিকে  অপারেশন থিয়েটারে (ওটি) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

রোগী ও তাদের স্বজনরা জানান, অপারেশন থিয়েটার রুমের এসির সার্কিট ব্রেকারে সর্ট সার্কিট হয়ে আগুন ধরে যায়। কর্তৃপক্ষসহ রোগীর স্বজনরা ওটির দরজা ভেঙে বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ সময় অনেক রোগী তাড়াহুড়া করে স্বাস্থ্য কমপ্লেক্সের বাইরে চলে আসেন। ওটির বিদ্যুৎলাইন আলাদা হওয়ায় রোগীদের ওয়ার্ডে কোনো সমস্যা হয়নি বলে জানা গেছে।

ওটি রুমের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হলে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ঘটনায় ওটির ভেতর এসি, চেয়ার ও বৈদ্যুতিক সংযোগে ক্ষয়ক্ষতি হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিতীশ চন্দ্র গোলদার বলেন,  ওটি রুমের এসির সার্কিট ব্রেকারে সর্ট সার্কিট হয়ে আগুন লাগে। তাৎক্ষণিক পল্লী বিদ্যুতের ডিজিএম-কে ফোন করি। তিনি সঙ্গে সঙ্গে বিদ্যুৎ লাইন বন্ধ করে দেন এবং আমরা আগুন নেভাতে সক্ষম হই। তবে রোগীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

আরও পড়ুন

×