ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

বিবৃতিতে চট্টগ্রাম বিভাগের ১৮ নেতা

গ্রেপ্তার করে সরকার পতনের আন্দোলন বন্ধ করা যাবে না

গ্রেপ্তার করে সরকার পতনের আন্দোলন বন্ধ করা যাবে না

গ্রেপ্তার মোশাররফ হোসেন দীপ্তি - সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৩ | ১৮:০৯ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৩ | ১৮:১৬

চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তিসহ বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের গ্রেপ্তারের নিন্দা, প্রতিবাদ ও তাদের মুক্তির দাবি জানিয়েছেন চট্টগ্রাম বিভাগের ১০ জেলার দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৮ নেতা। বুধবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এই দাবি জানান তারা।

বিবৃতিতে বলা হয়, মোশাররফ হোসেন দিপ্তীকে গ্রেপ্তার করে বিরোধীদলের চলমান সরকার পতনের আন্দোলন বন্ধ করা যাবে না। বর্তমান সরকার মানুষের কথা চিন্তা না করেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ক্রমাগত বাড়াচ্ছে। আর এ সময়ে হঠাৎ করেই বিদ্যুতের দাম বাড়িয়েছে। অবিলম্বে দাম কমাতে হবে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না। সেই সঙ্গে ১০ দফা দাবি আদায়ে আমরা মাঠে আছি। বিরোধী কর্মকান্ডের প্রতিবাদ যেন করতে না পারেন সেজন্য বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। ইতিহাস বলে নির্যাতন করে কোনো সরকারই টিকে থাকতে পারেনি, বর্তমান সরকারও পারবে না। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই— এভাবে সন্ত্রাসী হামলা, আহত, জখম, হত্যা, গ্রেপ্তার করে, মিথ্যা মামলা দিয়ে কখনোই আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না। আমাদেরকে রাজপথ থেকে সরানো যাবে না।

হুঁশিয়ারি উচ্চারণ করে নেতারা বলেন, অবিলম্বে দমন পীড়ন বন্ধ করে মোশাররফ হোসেন দীপ্তিসহ গ্রেপ্তার সব নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে দিপ্তীকে মুক্ত করে আনা হবে বলে বিবৃতিতে জানানো হয়।

বিবৃতি দেওয়া নেতারা হলেন- কেন্দ্রীয় যুবদলের সাবেক বিভাগীয় সহসাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ, চট্টগ্রাম উত্তর জেলা যুবদল সভাপতি হাসান মোহাম্মদ জসিম ও সাধারণ সম্পাদক এসএ মুরাদ চৌধুরী, দক্ষিণ জেলা যুবদল সভাপতি মো. শাহজাহান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন ও সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, লক্ষীপুর জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন ও সদস্যসচিব আবদুল আলিম হুমায়ুন, কক্সবাজার জেলা যুবদল সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল ও সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসান, খাগড়াছড়ি জেলা যুবদল সভাপতি মাহবুবুল আলম সবুজ ও সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, বান্দরবান জেলা যুবদল সভাপতি জহির উদ্দিন মাসুম ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী, রাঙ্গামাটি জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. নুরুন্নবী ও সাধারণ সম্পাদক আবু সাদাত মো. সায়েম এবং ফেনী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাছির খন্দকার।

আরও পড়ুন

×