জয়পুরহাট থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার, গ্রেফতার ১

প্রতীকী ছবি
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৮ অক্টোবর ২০১৯ | ০২:৪৬
ব্রাহ্মণবাড়িয়া থেকে অপহরণের দুইদিন পর অপহৃত কিশোরী নাদিরা বেগমকে জয়পুরহাট থেকে উদ্ধার করেছে র্যাব-৫ এর সদস্যরা। এ সময় সাদ্দাম মিয়া নামের এক অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার শ্রীকৃষ্ণপুর গ্রাম থেকে অপহৃত কিশোরীসহ অপহরণকারীকে গ্রেফতার করা হয়।
জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ সমকালকে জানান, সাদ্দামের মুঠোফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে প্রথমে তাদের অবস্থান শনাক্ত করা হয়। পরে র্যাব-৫ এর একটি টিম জেলার শ্রীকৃষ্ণপুরের একটি বাড়ি থেকে অপহৃত কিশোরী নাদিরা বেগমকে উদ্ধারসহ অপহরণকারী সাদ্দামকে গ্রেফতার করা হয়।পরে তাদের জয়পুরহাট র্যাব ক্যাম্পে নিয়ে আসা হয়।
জানা গেছে, অপহরণকারী সাদ্দাম গত ১৫ অক্টোবর অস্ত্রের মুখে ভয় দেখিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে নাদিরা বেগম নামের ওই কিশোরীকে অপরহরণ করে জয়পুরহাটে নিয়ে আসে। ওইদিনই অপহৃত কিশোরীর বাবা নবীনগর থানায় মামলা করেন। এরই আলোকে জয়পুরহাটের র্যাব-৫ এর সদস্যরা অপহরণের ২ দিনের মাথায় ওই কিশোরীকে উদ্ধার করতে সক্ষম হয়।