ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

চাঁদা না পেয়ে প্রধানমন্ত্রীর উপহারের ঘরের নির্মাণ সামগ্রী চুরির অভিযোগ

চাঁদা না পেয়ে প্রধানমন্ত্রীর উপহারের ঘরের নির্মাণ সামগ্রী চুরির অভিযোগ

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৩ | ১২:৫১ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৩ | ১২:৫১

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রধানমন্ত্রীর উপহারের ঘরের নির্মাণ সামগ্রী চুরির অভিযোগ উঠেছে। চাঁদা না পেয়ে স্থানীয় কিশোর গ্যাং সদস্যরা এ ঘটনা ঘটিয়েছে বলে থানায় অভিযোগ দিয়েছেন ঠিকাদার।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ জানুয়ারি কিশোর গ্যাংয়ের বেশ কিছু সদস্য শিলরী গ্রামের বজু মৌলভি বাড়ির সামনে ভূমিহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণ কাজে বাধা দিয়ে চাঁদা দাবি করে। তাদের মধ্যে ছিল আলকরা ইউনিয়নের শিলরী গ্রামের সাহেদ মিয়া, অনিক, বাবু, তারেক, আকাশ, ইমন, আব্দুল মান্নান, ভাজনকরা গ্রামের রুপু, আরিয়ান, নিয়ন, কুলাশার গ্রামের আরাফত। তারা চাঁদা না পেয়ে একই দিন রাতে তালাবদ্ধ একটি কাচারিঘর থেকে নির্মাণ কাজে ব্যবহৃত একটি বৈদ্যুতিক মোটর, আনুমানিক এক টন রড, ৩০ বস্তা সিমেন্ট চুরি করে নিয়ে যায়।

এর পরদিন সকালে নির্মাণ শ্রমিকরা কাজে গেলে বিষয়টি জানতে পেরে ঠিকাদার গোলাম সরওয়ার জাশেদকে জানান। তিনি ঘটনাস্থলে এসে আলকরা ইউপি চেয়ারম্যান মাইন উদ্দিন ভূঁইয়াসহ চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানান। এরপর থানায় একটি অভিযোগ দিয়ে জড়িতদের বিচার দাবি করেন।

বৃহস্পতিবার ঠিকাদার গোলাম সরওয়ার জাশেদ জানান, কিছু কিশোর ভূমিহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণ কাজে বাধা দিয়ে চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় নির্মাণকাজ বন্ধ করে দেবে বলে এবং দেখে নেওয়ার হুমকি দেয় তারা। পরে সোমবার রাতে লক্ষাধিক টাকার নির্মাণ সামগ্রী চুরি করে নিয়ে যায় তারা। এর আগেও দুইবার সিমেন্ট চুরি হয়েছে।

আলকরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাইন উদ্দিন ভূঁইয়া বলেন, আলকরা ইউনিয়নের শিলরীতে ভূমিহীনদের ঘরের নির্মাণ সামগ্রী চুরি হয়েছে। জানতে পেরেছি ঘটনাটি স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা ঘটিয়েছে। এলাকাবাসী চায় কিশোর গ্যং নির্মূল হোক। আমি প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমার দাবি, এসআই তোফায়েলকে ঘটনা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×