ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

নবীগঞ্জে নিখোঁজ অটোচালকের লাশ মিলল খালে

নবীগঞ্জে নিখোঁজ অটোচালকের লাশ মিলল খালে

নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৮ অক্টোবর ২০১৯ | ০৩:৩১

নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজার থেকে নিখোঁজের ১৫ ঘণ্টা পর মামুন মিয়া (১৮) নামের এক সিএনজিচালিত অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মামুন ইনাগঞ্জ ইউনিয়নের মধ্যসমেত গ্রামের আব্দুল মালিকের ছেলে। শুক্রবার সকাল ১০টার দিকে পার্শ্ববর্তী জগন্নাথপুর উপজেলার খানপুর গ্রামের একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ইনাতগঞ্জ বাজারের সিএনজি স্ট্যান্ডে অটোরিকশা রেখে নিখোঁজ হন মামুন। রাতে স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। শুক্রবার সকালে নবীগঞ্জ উপজেলার জগন্নাথপুর এলাকার খানপুর গ্রামের একটি খালের পাশে মামুনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। 

জগন্নাথপুর থানার ওসি মো. এখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, মামুনের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

আরও পড়ুন

×