মন্দির নির্মাণের দাবি হাবিপ্রবিতে, হিন্দু শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৩ | ১৬:০৫ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৩ | ১৬:০৫
দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ক্যাম্পাসে মন্দির নির্মাণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে তাঁরা মানববন্ধন করেন। পরে মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন তাঁরা। গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত তাঁদের এ অবস্থান কর্মসূচি চলছিল।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপচার্য ড. এম কামরুজ্জামান বলেন, মন্দির নির্মাণের জন্য একটি কমিটি করা হয়েছে। কমিটির সদস্যরা কাজ করছেন।