ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

খুলনায় মেডিকেল বিশ্ববিদ্যালয় নির্মাণে সম্ভাব্যতা যাচাই শেষ

খুলনায় মেডিকেল বিশ্ববিদ্যালয় নির্মাণে সম্ভাব্যতা যাচাই শেষ

মেডিকেল বিশ্ববিদ্যালয় নির্মাণের প্রস্তাবিত নকশা

খুলনা ব্যুরো

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৩ | ১৪:৫৪ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৩ | ১৪:৫৫

খুলনায় শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় নির্মাণে প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা শেষ হয়েছে। সমীক্ষা প্রতিবেদনটি অনুমোদন হলে শিগগিরই শুরু হবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসসহ আনুষঙ্গিক স্থাপনা তৈরির ডিপিপি (ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রোপোজাল) প্রণয়নের কাজ।

পরে ধাপে ধাপে ৯৬০ শয্যার হাসপাতালসহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও অন্যান্য অবকাঠামো তৈরি করা হবে। চার হাজার ৬৩৪ কোটি টাকা ব্যয়সাপেক্ষ প্রকল্পটি ২০২৩ সালের জুলাইয়ে শুরু হবে এবং মেয়াদ থাকবে ২০২৭ সালের জুন পর্যন্ত। সোমবার নগরীর একটি হোটেলে সম্ভাব্যতা সমীক্ষার চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন সভায় এসব তথ্য জানানো হয়।

সভায় জানানো হয়, দেশের পঞ্চম মেডিকেল বিশ্ববিদ্যালয় হিসেবে ২০২১ সালে জাতীয় সংসদে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় বিল পাস হয়। খুলনার লবণচরা থানার কাছে ৫০ একর জমির ওপর তিন ধাপে হাসপাতালসহ বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণ করা হবে। জমি অধিগ্রহণের প্রশাসনিক অনুমোদন পাওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন আছে। বিশ্ববিদ্যালয়টি পুরোদমে চালু হলে এখানে চিকিৎসা বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা লাভ ও উচ্চতর গবেষণার সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে খুলনা অঞ্চলের প্রায় দুই কোটি মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা পাওয়া সহজতর হবে।

অনুষ্ঠানে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মাহবুবুর রহমান জানান, এরই মধ্যে ৯টি মেডিকেল কলেজ ও ৫টি নার্সিং কলেজকে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম যাতে মানসম্মত হয়, সে জন্য তদারকি করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক। সম্মানিত অতিথি ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল। বিশেষ অতিথি ছিলেন জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক বদরুল আরেফীন ও খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। সমীক্ষাবিষয়ক প্রতিবেদন উপস্থাপন করেন পরামর্শক প্রতিষ্ঠান প্রফেশনাল অ্যাসোসিয়েটস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর কে এইচ উদ্দিন। সভা সঞ্চালনা করেন শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক ডা. মেহেদী নেওয়াজ।

আরও পড়ুন

×