ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সুবিধাভোগী হাইব্রিড আওয়ামীলীগাররা দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে: মাহি

সুবিধাভোগী হাইব্রিড আওয়ামীলীগাররা দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে: মাহি

নৌকার পক্ষে ভোট চেয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর বাজারে প্রচারণা চালান মাহিয়া মাহি। ছবি- সমকাল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৩ | ১১:৪২ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৩ | ১১:৪৪

সুবিধাভোগী কিছু হাইব্রিড আওয়ামীলীগার দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে বলে মন্তব্য করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

গতকাল বুধবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মুহা. জিয়াউর রহমানের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে এক সংক্ষিপ্ত পথসভায় এসব কথা বলেন তিনি।

মাহি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা বুকে ধারন করে না, তারা আওয়ামী লীগ পরিবারের কেউ নয়। তারা যদি দলকে ভালবাসতো তাহলে দলের সঙ্গে বেঈমানি করে স্বতন্ত্র প্রার্থী হতো না।

ঢাকাই সিনেমার জনপ্রিয় এই চিত্রনায়িকা আরও বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, এই দেশ একটি বৈষম্যমুক্ত দেশ হবে। তার সেই অসমাপ্ত স্বপ্নকে বাস্তবায়ন করতে যিনি দিনরাত কঠোর পরিশ্রম করে যাচ্ছেন, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নিজের কথা না ভেবেই ২০০৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত ১৪ বছর এবং ১৯৯৬ থেকে ২০০৫ সাল পর্যন্ত মোট ১৯ বছর দেশের মানুষের জন্য ধারাবাহিকভাবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েও পাননি মাহি। তাতেও কোনো আক্ষেপ নেই জানিয়ে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আমিসহ আরও অনেক নেতা নৌকার মনোনয়ন চেয়ে পাইনি। তারপরও আমরা নৌকার জন্য আচরণবিধি মেনে দিনরাত কঠোর পরিশ্রম করে যাচ্ছি।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার পাশাপাশি দলের মনোনয়ন না পেয়ে যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তাদের বয়কট করারও আহ্বান জানিয়েছেন মাহি। তিনি বলেন, সুবিধাভোগীরা মনোনয়ন না পেয়ে নৌকার ক্ষতি করতে স্বতন্ত্র প্রার্থী হয়েছে। এসব নেতা ও তাদের অনুসারীদের আপনারা বয়কট করুন।

আরও পড়ুন

×