ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

‘স্বামীর নির্যাতন সইতে না পেরে’ গৃহবধূর আত্মহত্যা

‘স্বামীর নির্যাতন সইতে না পেরে’ গৃহবধূর আত্মহত্যা

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৮ অক্টোবর ২০১৯ | ০৬:৪৬ | আপডেট: ১৮ অক্টোবর ২০১৯ | ০৭:২৩

বগুড়ার নন্দীগ্রামে বিথী আক্তার (২২) নামে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা গ্রামে ঘটনাটি ঘটেছে।

স্থানীয়রা জানান, চাকলমা গ্রামের ইয়াকুব আলীর ছেলে বাবু মিয়া তার স্ত্রী বিথীকে বৃহস্পতিবার রাতে মারধর করেন। এতে বিথী অভিমান করে শুক্রবার সকালে গ্যাসট্যাবলেট খান। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সকাল ১১টার দিকে বিথীর মৃত্যু হয়।

বীথির বাবা রফিকুল ইসলামের দাবি, বিথী নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির জানান, গৃহবধূর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×