ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

রাঙ্গুনিয়ায় অবৈধ সিগারেট জব্দ

রাঙ্গুনিয়ায় অবৈধ সিগারেট জব্দ

ছবি: সংবাদ বিজ্ঞপ্তি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৩ | ১২:৫৬ | আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৩ | ১২:৫৬

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রানীরহাটে অভিযান চালিয়ে তারা ইন্টারন্যাশনাল টোব্যাকোর স্মার্টব্ল্যাক, সানমার, পিকক ও নেক্সাস ও দেশীয় কোম্পানির রাজস্ব ফাঁকি দেয়া সিগারেট জব্দ করেছে চট্টগ্রাম র‌্যাব-৭। 

তারা ইন্টারন্যাশনাল টোব্যাকোর মালিক চট্টগ্রামের প্যানেল মেয়র আবদুস সবুর লিটন বলে জানানো হয়েছে। গত মঙ্গলবার রানীরহাটের তাহারিয়া স্টোরে র‌্যাব-৭ এর হাটহাজারি সিপিসি ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 

র‌্যাব-৭ হাটহাজারি সিপিসি-২ কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মো. সাইফুল্লাহ বলেন, নকল সিগারেট জব্দ হওয়ার বিষয়টি র‌্যাবের মিডিয়া উইংয়ে জানানো হয়েছে। তারা সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানাবে। 

অভিযানে নামী কোম্পানির ১৪২০ শলাকা নকল এবং দেশীয় রাজস্ব ফাঁকি দেওয়া কোম্পানির এক লাখ ১৮ হাজার শলাকা নকল সিগারেট জব্দ করা হয়েছে। এ সময় তিনজনকে আটক করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×