মিঠাপুকুরে গাছের সঙ্গে বেঁধে নারীকে নির্যাতনের অভিযোগ

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৮ অক্টোবর ২০১৯ | ০৮:৩৩
রংপুরের মিঠাপুকুরে পূর্ব শত্রুতার জেরে আছিয়া বেগম নামে এক নারীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় তার স্বামী মোকছেদ আলী থানায় অভিযোগ দিয়েছেন। উপজেলার একডালা গ্রামে এই ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার নারীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বড়বালা ইউনিয়নের একডালা গ্রামের কৃষক মোকছেদ আলীর সঙ্গে তার ভাই সেকেন্দার ও আনছার আলীর জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। ভাইদের ভয়-ভীতি ও জীবননাশের হুমকিতে অবরুদ্ধ হয়ে পড়েন মোকছেদ আলী। এ নিয়ে আদালতে মামলা করেন তিনি।
মামলার আসামী ভাইদেরকে গ্রেফতারে পুলিশকে সহযোগিতা করায় মোকছেদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে প্রতিপক্ষরা। আদালত থেকে জামিনে বের হয়ে গত ১৩ অক্টোবর সকালে মোকছেদের স্ত্রী আছিয়া বেগমকে বাড়ি থেকে ধরে এনে একটি গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারপিট করেন সেকেন্দার, আনছার ও তাদের লোকজন। এসময় স্ত্রীকে বাঁচাতে মোকছেদ এগিয়ে আসলে তাকেও বেধড়ক মারপিট করে তারা। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষরা চলে যায়।
পরে স্বামী-স্ত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় তাদের স্বজনেরা। এ ঘটনায় মোকছেদ আলী থানায় একটি অভিযোগ দিয়েছেন।
মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- নারীকে নির্যাতনের অভিযোগ
- মিঠাপুকুর