ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

নিখোঁজ তরুণীর মরদেহ মিলল গম ক্ষেতে

নিখোঁজ তরুণীর মরদেহ মিলল গম ক্ষেতে

এই ক্ষেত থেকে রেখা খাতুনের মরদেহ উদ্ধার করা হয়- সমকাল

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৩ | ০৮:৫০ | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৩ | ১১:৪৩

কুড়িগ্রামের রৌমারীতে নিখোঁজের দুই দিন পর রেখা খাতুন নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১১টার দিকে উপজেলার বন্দবেড় ইউনিয়নের ফলুয়ারচর এলাকার ব্রহ্মপুত্র চরে গম ক্ষেতে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পরিবারের অভিযোগ, ওই তরুণীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তরুণীর বাবা আবুল হাশেম রৌমারী থানায় এজাহার দায়ের করেছেন।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, শনিবার রাত ১২টার দিকে মায়ের কাছ থেকে মোবাইল ফোন চেয়ে নেন রেখা খাতুন। এরপর তাকে বাড়িতে আর খুঁজে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজার এক পর্যায়ে সকাল ১১টার দিকে একটি লাশের সন্ধান মেলে বন্দবেড় ইউনিয়নের ফলুয়ারচর এলাকার ব্রহ্মপুত্রের চরে। পরে ঘটনাস্থলে গিয়ে গম ক্ষেতে গলায় ওড়না পেঁচানো অবস্থায় একটি মরদেহ দেখা যায়। নিহতের ছোট ভাই উমর ফারুক রেখাকে শনাক্ত করেন। পরে লাশ উদ্ধার করে থানায় নেয় পুলিশ।

নিহত রেখার বাবা আবুল হাশেম বলেন, আমার মেয়েকে যারা হত্যা করেছে দ্রুত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাই।

বন্দবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বলেন, লোক মারফত খবর পেয়ে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তরুণীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

রৌমারী থানার ওসি রুপ কুমার সরকার বলেন, নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাত আসামি করে থানায় এজাহার দায়ের করেছেন। ওই তরুণীকে হত্যা করা হয়েছে। কীভাবে হত্যা করা হয়েছে তা ময়নাতদন্ত শেষে বলা যাবে। তিনি জানান, দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীকে আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন

×